মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরীতে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ফোরামের সদস্য এবং যুব ফোরামের সদস্যসহ স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ ২০২৫ইং (বৃহস্পতিবার) হাসনাবাদ ইউনিয়নের বলাইয়ের পাঠ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
হাসনাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তসলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোঃ হোসেন আলী, সহকারী শিক্ষক হাসনাবাদ মুন্সিপাড়া প্রাথমিক বিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাগেশ্বরী সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী আমজাদ হোসেন, জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সভাপতি- ফাতেমা বেগম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর সানজিদা সিদ্দিকা ও বাবুল চন্দ্র রায়। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।