সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দেশের সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে “কাহারোল ডেভেলপমেন্ট ফোরাম” এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিলটি কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা দ্রুত সময়ে ধর্ষণের বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। এজন্য ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের নারীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই আইনের কঠোর প্রয়োগ এবং ন্যায় বিচার নিশ্চিত করাই এসব অপরাধ দমনের প্রধান উপায়।