গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামি ও আ.লীগ মনোনীতে ১ নং খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওছার রহমান জেল থেকে জামিনে বেরিয়ে এসে পুনরায় চেয়ারম্যান পদে বসার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
মনববন্ধনে বক্তারা জানান, ফ্যাসিস্ট সরকারের দোসর ইউপি চেয়ারম্যান কাওছার রহমান বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এবং ৪ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামি। সম্প্রতি সে জেল থেকে জামিনে বেরি এসে আবারও চেয়ারম্যান পদে বসার পাঁয়তারা করছেন। সে যেন আবারও ক্ষমতায় বসতে না পারে সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।