সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোলে ১৫ মার্চ ২০২৫ ইং তারিখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিত করন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, কমপ্লেক্সের হল রুমে ‘এ’প্লাস ক্যাম্পেইন অবহিত করন ও কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআমিনুল ইসলাম।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১৫ মার্চ সকাল ৮ টা হতে ৪ টা পর্যন্ত চলবে দিনব্যাপী ক্যাম্পেইন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১ টি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ১ টি করে লাল রঙের ক্যাপসুল।
কর্মপরিকল্পনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও সেবিকা গণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box