মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন ও ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে অবস্থিত “মেসার্স এস এস ফোর” ইট ভাটার চিমনি ভাঙাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইটভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
শনিবার (৮ মার্চ) সকালে মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান।
এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস ,স্থানীয় থানা পুলিশ,আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box