Saturday, March 15, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক “নারী দিবস”-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”।

দিবসটি উপলক্ষ্যে ৮ মার্চ (শনিবার) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা সমূহ প্রদক্ষিণ করেন। র‍্যালিতে বিভিন্ন এনজিওর নারীকর্মী ও নানা শ্রেণি পেশার নারীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে স্বপ্নকুড়ি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত সুলতানা, জেলা প্রশাসক কুড়িগ্রাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, পুলিশ সুপার কুড়িগ্রাম।

এছাড়াও জেবুন নেছা, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম, মাহফুজার রহমান খন্দকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রেসক্লাব কুড়িগ্রাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, নির্বাহী পরিচালক সলিডারিটি কুড়িগ্রাম, জেমস উজ্জ্বল শিকদার, প্রজেক্ট অফিসার ওর্য়াল্ড ভিশন কুড়িগ্রামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর