Saturday, March 15, 2025
Homeরংপুর৪০ দিন জামাতে নামাজ আদায় করা ৮ শিশু ও কিশোরকে বাইসাইকেল উপহার...

৪০ দিন জামাতে নামাজ আদায় করা ৮ শিশু ও কিশোরকে বাইসাইকেল উপহার দি্ল “নর্দান লাইটস”

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করা ৮ শিশু ও কিশোরকে বাইসাইকেল উপহার দিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন নর্দান লাইটস। শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ জুমা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের এরশাদ নগর জামে মসজিদে আটকে উপহারের বাইসাইকেল তুলে দেন নর্দান লাইটস এর চেয়ারম্যান ইয়াসিন আরাফাত আসিফ।

পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোররা হলো- তৃতীয় শ্রেণিপড়ুয়া আয়াজিত হোসেন, পঞ্চম শ্রেণিপড়ুয়া হাসিবুজ্জামান হাসিব, সপ্তম শ্রেণিপড়ুয়া মোহাম্মদ আসিব ও বাঁধন হোসেন, অষ্টম শ্রেণিপড়ুয়া লাবীব আল কাইফ ও মোহাম্মদ সিয়াম, নবম শ্রেণিপড়ুয়া রাসেল হোসেন এবং দশম শ্রেণিপড়ুয়া সোহাগ হোসেন।
আয়োজক সংগঠন ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, এরশাদ নগর জামে মসজিদে নিয়মিত নামাজ আদায় করা ১০ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের নামাজে উৎসাহিত করতে এই উদ্যোগে নেয়া হয়। পুরস্কারের জন্য টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয় ৮ জন শিশু-কিশোর। আজ আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে নর্দান লাইটস এর চেয়ারম্যান ইয়াসিন আরাফাত আসিফ বলেন, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশু-কিশোররা নামাজে আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মসজিদের সভাপতি মো. আবদুল গণি, সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহাব, নর্দান লাইটস এর ভাইস চেয়ারম্যান রোজাফ কবির, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদ মিটু ও রংপুর মহানগর জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর