Saturday, March 15, 2025
Homeনীলফামারীসাত দফা দাবীতে নীলফামারীতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

সাত দফা দাবীতে নীলফামারীতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নীলফামারী প্রতিনিধি:
সাত দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সদর উপজেলা শাখা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সংগঠনের জেলা সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে স্মারকলিপি প্রদান করেন। এ সময় সংগঠনের সদস্য অকছেদ আলী, বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,‘জিগজাগ ভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন নেয়ার বিধান বাতিল, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা, দীর্ঘ মেয়াদী পূর্নাঙ্গ নীতিমালা প্রনয়ন করতে হবে।’
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক জানান, ‘প্রায় দেড় হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে এই ইটভাটাগুলোতে। ৪০বছর ধরে চলে আসছে এসব ভাটা। কাষ্টমস ভ্যাট, জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, শ্রম অধিদপ্তরের লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর প্রায় ২০লাখ টাকা রাজস্ব দিয়ে আসছে মালিকরা। এছাড়া ইটভাটা পরিচালনায় অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ রয়েছে। এসব ভাটা বন্ধ করলে চরম বিপাকের মধ্যে পড়বে মালিক শ্রমিকরা।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর