মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা সমন্বয়কারী সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী জান্নাত ফেরদৌসী। এতে অংশ নেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনোরঞ্জন রায়, হিসাব সহকারী দিলিপ কুমার রায়, সকল ইউপি সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাম পুলিশবৃন্দ।
Facebook Comments Box