Friday, March 14, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ে বিজিবির হাতে অবৈধ অনুপ্রবেশকারী আটক

পঞ্চগড়ে বিজিবির হাতে অবৈধ অনুপ্রবেশকারী আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে নদী পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে বিজিবির হাতে আটক হয়েছেন বাংলাদেশি এক যুবক। আটক হওয়া যুবকের নাম সুমন রায় (২৬)। সে ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার শ্রী অরুণ রায়ের ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজারের সীমান্তের মেইন পিলার ৪৪৩/২ এস’র ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অতিক্রম করলে সুমন রায়কে আটক করে বিজিবির টহল দল।

স্থানীয়রা জানায়, দুপুরে তেঁতুলিয়ার পুরাতন বাজারের সীমান্ত প্রবাহিত মহানন্দা নদী পার হয়ে অনুপ্রবেশ করার সময় পাথর শ্রমিকরা বিজিবিকে খবর দেন। পরে খবর পেয়ে বিজিবির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে।

তবে ওই যুবক জানায়, দালাল চক্রের মাধ্যমে গত নভেম্বরে সে ভারতে গিয়েছিল। আবার দালালের মাধ্যমে মহানন্দা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করা হয়। বিনা পাসপোর্টে ভারত থেকে এসেছে সে জানায়।

তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন সাংবাদিকদের জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়ার সদর ইউনিয়নের পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়। আটকের পর স্থানীয় লোকজনের সামনে জিজ্ঞেসা করলে তিনি পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে গত বছর ২০ নভেম্বর আটোয়ারী উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে স্বীকার করেন। আটককৃত ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির জানান, বিজিবি এক বাংলাদেশি যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর