পঞ্চগড় প্রতিনিধিঃ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড়ের বোদা- দেবীগঞ্জ মহাসড়কে সাকোয়া ফুলবাড়ি তৃষা পেট্রোল পাম্পের ২০০ গজ দূরে বেপরোয়া গতিতে দুই মটর বাইক মুখোমুখি সংঘর্ষ ও থ্রি হুইলার সাথে ধাক্কা লাগলে ৫ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে, উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল পাঁচটার দিকে সাকোয়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকার তিশা পেট্রোল পাম্পের সামনে বেপরোয়া গতির কারণে দুইটি মটর সাইকেল ও একটি থ্রি হুইলারের ত্রি মুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়। আহত’রা হলেন,খোচাবাড়ি এলাকার অমল কৃষ্ণর ছেলে সঞ্জীব রায় (২৮), সাকোয়া কইগিল্লা এলাকার এলোয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (৩০), সাকোয়া বাজার সংলগ্ন আলমের পুত্র রাকিব (১২), দেবীগঞ্জ লাকনের বাজার এলাকার দ্বিজেন্দ্রনাথ এর পুত্র সৌরভ (১২) ও একই এলাকার দমাসুর পুত্র ধর্ম বর্মন (৬৫)।
বোদা থানার এস আই আনসার আলী জানান”তাৎক্ষণিক খবর পেয়ে ভ্যানে করে আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সোহেল রহমান জানান, আহত ৫ জনের অবস্থা আশঙ্কা জনক। তাদের মধ্যে ৪ জনকে জরুরি চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং আশঙ্কাজনক হওয়ায় আহত সাজ্জাদ হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।