Saturday, March 15, 2025
Homeজাতীয়এক কিলোমিটার কাঁচা রাস্তায় জনদুর্ভোগ

এক কিলোমিটার কাঁচা রাস্তায় জনদুর্ভোগ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
সাকিব আল হাসান রৌমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিজানের বাড়ি থেকে জামালের বাড়ি পর্যন্ত যাওয়ার একমাত্র কাঁচা রাস্তাটি সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ধনারচর টাংড়া পাড়া কিছু অংশ এলাকার মানুষ সড়কটি যাতায়াতে ব্যবহার করে থাকে। বিকল্প কোন সড়ক না থাকায় এলাকাবাসী বাধ্য হয়েই কাঁদা জল মাড়িয়ে প্রতিনিয়ত চলাচল করছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের তিনটি গ্রামের মানুষের মাত্র এক কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়কের কারণে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামে চলাচলের রাস্তা দিয়ে মানুষের দুর্ভোগ সীমাহীন। সারাদেশে রাস্তাঘাটের উন্নয়ন হলেও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি এই তিন গ্রামে। ধনারচর সরকার পাড়া গ্রামের বাসিন্দা প্রভাষক আজিবর রহমান বলেন, একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচল বিপজ্জনক হয়ে পড়ে।

তবুও প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে প্রতিনিয়ত পড়ছে গ্রামবাসী। কলেজ ছাত্র নাজমুল হক শান্ত ও আরিফ রব্বানী বলেন, আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করি, যার কারণে জরুরি মুহূর্তে বয়স্ক মানুষ ও রোগীকে কাঁধে করে পাকা সড়কে নিয়ে যেতে হয়। চলাচলের জন্য আর কোনো রাস্তা নেই। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায় এটা আমি জানি। তবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত এই কাঁচা রাস্তা সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর