মোঃ মাহফুজুর রহমান সরকার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
ফাগুনের আগুন যে মনে ধরছে, তা গত কয়েক দিনের প্রকৃতির চিত্রপট থেকেই টের পাওয়া যাচ্ছিল। মৃদু মৃদু বাতাস শীতের রুক্ষতা দূর করে মনকে উদাস করে দিচ্ছিল। মন কে অন্যরকম করে তুলেছিল এ যেন এক অন্যরকম আবহাওয়া সৃষ্টি করেছে ফাগুনের হাওয়ায়!! তাই তো মনে গুন্গুনি দিয়ে গান করে ছিল ফাগুন হাওয়ার তরে!
বছর ঘুরে আবারো ফাল্গুনের দেখা। ষড় ঋতুর বাংলায় বসন্তের রাজত্ব একেবারে প্রকৃত স্নিগ্ধ। ঋতুরাজ বসন্তের বর্ণনা কোনো রং তুলির আঁচরে শেষ হয় না। কোনো কবি-সাহিত্যিক বসন্তের রূপের বর্ণনায় নিজেকে তৃপ্ত করতে পারেন না। তবুও বসন্ত বন্দনায় প্রকৃতিপ্রেমীদের চেষ্টার যেন অন্ত থাকে না। ফাল্গুন প্রকৃতি সাজবে তার নতুর রূপে। গাছে গাছে ফুল ফুটুক আর নাই-বা ফুটুক, বসন্ত তার নিজস্ব রূপ মেলে ধরবেই। ফাগুনের আগুনে, মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হবে,পলাশ, ফাগুনের হাওয়ায় উঁকি দিয়ে কুকিল কুহু কুহু ডাকে তার আপন মনে।
তরুণ-তরুণী বসন্ত উম্মাদনায় আজকে মেতে উঠবে। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্ত বরণে চলবে ধুম আয়োজন। শীত চলে যাবে রিক্ত হস্তে, আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে।তাইতো গাছে গাছে পলাশ দুল খাবে মিষ্টি রোদেলাতে! তাইতো বলি বসন্ত বয়ে আনুক প্রতিটি মানুষের জীবনে এক নব দিগন্তের সূচনা।