Saturday, March 15, 2025
Homeআইন-আদালতঅবৈধ চা বিক্রয়, পঞ্চগড়ে একটি কারখানার নিবন্ধন স্থগিত

অবৈধ চা বিক্রয়, পঞ্চগড়ে একটি কারখানার নিবন্ধন স্থগিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় এর দ্বেবীগঞ্জ উপজেলার পপুলার টি ফ্যাক্টরি নামক একটি চা কারখানার অনুমোদন ও নিবন্ধন স্থগিত করে দিয়েছে বাংলাদেশ চা বোর্ড।

আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে উপ পরিচালক (পরিকল্পনা) সুমন সিকদার সাক্ষরিত একটি চিঠিতে এই আদেশ জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয় চা আইন -২০১৬ এর ধারা ২০ এর আইন অনুযায়ী এই নিবন্ধন স্থগিত করা হয়েছে। নিলামকেন্দ্র ব্যতিরেকে অবৈধ উপায়ে ও নকল ফরম “ক” পূরণ করে পপুলার টি ফ্যাক্টরি চট্টগ্রাম নিলাম কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলে তা দেশের অন্যত্র অবৈধ উপায়ে বিক্রি করার চেষ্টা করেছিল।

আরও পড়ুনঃ পঞ্চগড়ে অবৈধ চায়ে মাসে আড়াই কোটি টাকারও বেশি রাজস্ব হারাচ্ছে কুরিয়ারের মাধ্যমে।

উল্লেখ, যে সতমলের চা শিল্প এখন চায়ের স্বর্গরাজ্য পরপর গত কয়েক বছর থেকে উৎপাদনের ২য় স্থানে রয়েছে সমতলের চা । উত্তরবঙ্গে যেমন চায়ের উপর নির্ভর করে হাজার হাজার কৃষক সচ্ছল হচ্ছে। অপরদিকে সরকার চায়ের উপর বিশাল অঙ্কের রাজস্ব পাচ্ছে।

আরও পড়ুনঃ পঞ্চগড়ে কুরিয়ার সার্ভিস থেকে অবৈধ চায়ের বস্তা আটক

পঞ্চগড় চা শিল্পের সব থেকে ঝুঁকি হচ্ছে চা চোরাচালান ও নিয়মবহির্ভূত চা বিক্রয়। এ সকল কিছু দুর করার জন্য বাংলাদেশ চা বোর্ড যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ চা বোর্ড “টি সফট” সফটওয়্যার এর মাধ্যমে চায়ের উপর সকল প্রকার তথ্য, উৎপাদন, বিপণন ও ওয়্যারহাউজিং সিস্টের চালু করেছে। যার মাধ্যমে এক ক্লিকেই সকল তথ্য বের করতে পারবে ও নিয়মবহির্ভূত অবৈধ পন্থায় চা বিপণন রোধ করতে পারবে।

পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পপুলার টি ফ্যাক্টরীর সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এই বিষয়ে পপুলার টি ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন বলেন, একটা ভুলের ভিত্তিতে এই রায় হয়। আমরা সেই ভুল স্বীকার করেছি। কাস্টমস আমাকে যে জরিমানা করেছিল তা পরিশোধ করেছি। আজ নতুন করে চা বোর্ডের সিদ্ধান্ত জানতে পেরেছি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর