Monday, March 17, 2025
Homeনীলফামারীনীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ

নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে ফরম বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিঠুন দাস আদিত।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রুবেল আমিন, নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, কলেজে শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজু পারভেজ, সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিঠুন দাস আদিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,‘ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল সর্বদা অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় আমাদের শিক্ষার্থীদের পাশে থাকার নির্দেশ দিয়েছে। তাই শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে ন্যায্য অধিকার আদায়ে তাদের সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে, যাতে আগামী দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রসমাজ কার্যকর ভ‚মিকা রাখতে পারে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর