মোস্তাফিজার রহমান মিলন,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে মূল্য-তালিকা হালনাগাদ না থাকায়,বিক্রয় রসিদ না দেওয়ায় ও অবৈধ পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন তাদের এই জরিমানা করেন।
সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে দাম যেন স্থিতিশীল থাকে ও ন্যায্যমূল্যে যাতে ভোক্তা তার পণ্যটি পায় সেই অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে। তারই অংশ হিসেবে আজ হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় বোতলজাত সোয়াবিন তেলের ক্ষেত্রে কোম্পানিগুলোর কারসাজিতে কৃত্রিম সংকট দেখতে পায়। সরকার নির্ধারিত দামে যেন বোতলজাত ও খোলা সয়াবিন তেল বিক্রি করা হয় সেই নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া মূল্য-তালিকা হালনাগাদ না থাকায়, বিক্রয় রসিদ না দেওয়ায় ও অবৈধ পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।