Wednesday, March 19, 2025
Homeনীলফামারীনীলফামারীতে আন্তঃজেলা ক্যারাতে প্রতিযোগিতা উদ্বোধন

নীলফামারীতে আন্তঃজেলা ক্যারাতে প্রতিযোগিতা উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
মো. নাঈম শাহ্ ,নীলফামারী প্রতিনিধিঃ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে নীলফামারীতে আন্তঃজেলা ক্যারাতে প্রতিযোগিতার শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহরের ট্যানিস কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেমের সভাপতিত্বে  বক্তৃতা দেন বাংলাদেশ ক্যারাতে ফেডারেশনের রেফারি আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ধ্রুব ক্যারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও নীলফামারীর ক্যারাতে কোচ গায়িত্রী রায় প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘নিজের আত্মরক্ষার জন্য ক্যারাতে শিখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তার বিকাশেও সহায়ক। এছাড়াও এর মাধ্যমে মেয়েরা  নিজেদের আত্মরক্ষা করতে পারবে। এই ক্যারাতে প্রশিক্ষণের প্রসার ঘটাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’
প্রতিযোগিতায় নীলফামারী, রংপুর ও পঞ্চগড়ের বিভিন্ন ওজনের খেলোয়াড়রা ক্যারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তাদের দক্ষতা প্রদর্শন করেন এবং বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর