Thursday, March 20, 2025
Homeঠাকুরগাঁওপীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

বুলবুল আহাম্মেদ,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলা,
মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযাগে উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লব সহ ৯ জনের নাম উল্লেখ করে
এবং অজ্ঞাত আরো চার’শ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের কর্মী এনামুল হক বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা দায়ের
করেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বৃহস্পবিার বিকালে রংপুর
নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সুত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগষ্ট পীরগঞ্জ পৌর শহরের পূর্ব
চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচীতে
বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে
মারপিটে রক্তাক্ত জখম করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি
করা হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল
হক বিল্পব এবং ভোমরাদহ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের
সভাপতি হিটলার হক, কুশারীগাঁও গ্রামের শাহজান আলী, মিঠুন আলী,
হাসান আলী, আব্দুল হাকিম, মোহাম্মদ রাসেল, হুমায়ুন কবির ও আব্দুল
খালেক সহ অজ্ঞাতনামা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের তিন থেকে চার’শ
জন নেতাকমীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় হামলার শিকার এনামুল হক মামলার বাদী হয়ে ঘটনার ৬ মাস পর
গত ১০ ফ্রেবুয়ারী পীরগঞ্জ থানায় মামলা করেছেন ।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ৪ আগষ্টে দলবদ্ধ হয়ে
বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ
ঘটানোর অভিযোগে থানায় দন্ড বিধি এবং ১৯০৮ সালের বিস্ফোরক
দ্রব্যাদি আইনের ৩ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর