Saturday, March 15, 2025
Homeকুড়িগ্রামম্যাটস্ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ম্যাটস্ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ঢাকার শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ইন্টার্ন ম্যাটস্ শিক্ষার্থীরা।
 সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে তারা মানববন্ধন করেন। মানববন্ধনটি আয়োজন করে ইন্টার্ণ ম্যাটস্ শিক্ষার্থী পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।

মানববন্ধনে ইন্টার্ণ ম্যাটস্ শিক্ষার্থী পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রীতম চন্দ্র সরকার বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অবস্থান কর্মসূচিতে পুলিশ যে ন্যাক্কারজনক ও বর্বর হামলা চালিয়েছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা বরাবরই বঞ্চিত, শুধু বারবার আমাদেরকে আশার বাণী শোনানো হয় কিন্তু তা বাস্তবায়ন করা হয় না।
আমরা আমাদের পেশার সম্মান চাই, আমাদের চার দফার অতি দ্রুত বাস্তবায়ন চাই।’ তিনি আরো বলেন, ‘ গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যারা  কমিউনিটি মেডিকেলগুলোতে কমিউনিটি হেলথ ওয়ার্কার পদে থেকে সেবা দিচ্ছে তারা নির্দ্বিধায় রোগীদের অ্যান্টিবায়োটিক পরামর্শ দিচ্ছে, যা পরবর্তীতে রোগীকে মৃত্যুর যুগের দিকে থেকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় কমিউনিটি ক্লিনিক গুলোতে যদি ম্যাটস্ চিকিৎসকদের নিয়োগ দেয়া হয়  তাহলে রোগীরা আরো ভালো গুণগত মানসম্পন্ন  সেবা পাবে। আমরা আমাদের যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়ন চাই।’

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ম্যাটস্ ইন্টার্ন চিকিৎসক সুরাইয়া আক্তার বলেন, ‘ কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিচ্ছে কিন্তু আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না। জানুয়ারি মাসে আন্দোলনের সময় ওনার ( স্বাস্থ্য মন্ত্রণালয়) বলেছিল তারা সাত দিনের মধ্যে আমাদের দাবি-দাওয়া মেনে নিবে। কিন্তু তার বাস্তবায়ন হয়নি। ‘ তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিগুলোতে যাদের নিয়োগ দেয়া হচ্ছে তারা ইন্টারপাশ, তাদের চিকিৎসা বিষয়ক অভিজ্ঞতাও নেই। তবুও তাদের নিয়োগ দেয়া হচ্ছে। যেখানে আমরা ৪ বছর চিকিৎসা বিষয়ক ডিপ্লোমা করেছি। সে জায়গায় আমাদের পদায়ন করলে, সেবার মান আরো বাড়বে। রোগীরা আরো উন্নত সেবা।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইন্টার্ণ ম্যাটস্ শিক্ষার্থী পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক সজিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক লতিফুর প্রমূখ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর