Saturday, March 15, 2025
Homeরংপুররংপুরে আগুনে পুড়ল তুলার কারখানাসহ ৪ ওষুধের দোকান

রংপুরে আগুনে পুড়ল তুলার কারখানাসহ ৪ ওষুধের দোকান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুর নগরে অগ্নিকাণ্ডে একটি তুলার কারখানাসহ পাশের চারটি ওষুধের দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বুড়িহাট বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ব্যবসায়ী হবিবার রহমান হবির তুলার কারখানার পাশের একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে ক্রেনের মাধ্যমে নিচ থেকে নির্মাণসামগ্রী তোলার সময় পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আগুন ধরে যায়। যা পাশের তুলার কারখানা ও দোকানে ছড়িয়ে পড়ে।

বাজারের হোমিও চিকিৎসক আবদুল হাকিম বলেন, ‘ক্রেনটি বিদ্যুতের তারের সঙ্গে লাগলে তাৎক্ষণিক সেখানে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে পাশের তুলার কারখানায় বিকট শব্দ হয়ে ধোঁয়া উঠতে থাকে। পরে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আমরা উপায় না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিই। এরপর পাঁচটি ইউনিট এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।’

কারখানার মালিকের ছেলে মাসুদ বলেন, ‘কারখানাটিতে সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার মালপত্র ছিল। সবকিছু পুড়ে গেছে। আমরা এসে দেখি, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাচ্ছেন। এখন ছাই ছাড়া আর কিছুই দেখতেছি না।’

গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আরিফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি। আগুনের ধরন দেখে পাশে রংপুর সদর ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। তারাও দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। আগুন কীভাবে লাগল এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান জানান, তাঁরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন, যাতে ক্ষতিগ্রস্ত কারখানা থেকে কেউ কোনো কিছু নিয়ে যেতে না পারে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর