রংপুর প্রতিনিধি:
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর নগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে নগরের সেন্ট্রাল রোড এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী।
লালমনিরহাট-২ আসনে সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ২০১৬ সালের ১৯ জুন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। একাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।
পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, গোপন খবর পেয়ে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।
গত বছরের ২৯ অগাস্ট মুন্নার বাবা আব্দুল মজিদ রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন।
এ মামলায় ২৮ জানুয়ারি রাতে নগরের স্টেশন এলাকার বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।
একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে লালমনিরহাটের কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।