রাশেদ নিজাম শাহ কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
থাই লটারী ও ভিসা প্রতারণা করে কোটিপতি হওয়া সেই তাঁতী লীগ নেতা সাহাবুলকে পুলিশ গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে কিশোরগঞ্জ বাজার থেকে পুলিশ এ প্রতারককে গ্রেফতার করে। এর আগে কয়েকটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রতারণার মাধ্যমে কোটি টাকার মালিক তাঁতী লীগ নেতা “সাহাবুল” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম সাহাবুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়- দীর্ঘদিন ধরে থাই লটারী বিজয়ী করে দেয়া ও ভিসা করে দিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দিয়ে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা মেরে সে কোটিপতি হন। সে প্রবাসীসহ বিভিন্ন মানুষদের প্রলোভন দেখিয়ে থাই লটারী ও ভিসা প্রতারণা করে দিন মজুর থেকে কোটিপতি হয়ে উঠেছে। এছাড়া সে অত্র এলাকার থাই গেম ও ভিসা চক্রের মূল নিয়ন্ত্রক। তার অধীনে চক্রটির সদস্য কয়েক শতাধিক ব্যক্তি। থাই ও ভিসা চক্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী প্রবাসীদের কখনও লটারী পেয়ে দেয়া আবার কখনও ভুয়া ভিসা প্রদর্শন পূর্বক প্রবাসীদের নিঃস্ব করে অর্থ হাতিয়ে নেয়। কিশোরগঞ্জসহ আশপাশ এলাকায় অর্থের দৌরত্ম্যে বিভিন্ন অপরাধসহ ক্ষমতার আধিপত্য বিস্তারসহ স্থানীয় শান্তিকামি সাধারণ জনগনকে জিম্মি করে রাম রাজত্ব কায়েম করছিল। এছাড়া সে সাংবাদিক, ওসি, পুলিশ সুপার, পুলিশের উর্দ্ধতন কতর্ৃপক্ষসহ বিভিন্নজনের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করছিল। সে অনেককে জিম্মি করেও অপরাধ কার্যক্রম চালিয়ে গেছে বলেও জানা গেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে অত্র এলাকায় থাই গেম ও ভিসা প্রতারণার মূল নিয়ন্ত্রক সাহাবুল। তার অধীনে চার থেকে পাঁচ শত জনের অধীক ব্যক্তি কতৃক থাই ও ভিসা চক্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী প্রবাসীদের কখনও লটারী পেয়ে দেয়া আবার কখনও ভুয়া ভিসা প্রদর্শন পূর্বক প্রবাসীদের নিঃস্ব করে অর্থ হাতিয়ে সেই অর্থ কিশোরগঞ্জসহ আশপাশ এলাকায় অর্থের দৌরত্ম্যে অপহরণ, খুন, ধর্ষন, ক্ষমতার আধিপত্য বিস্তারসহ স্থানীয় শান্তিকামি সাধারণ জনগনকে জিম্মি করে রাজত্ব কায়েম করছিল। সেপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
Facebook Comments Box