Sunday, March 16, 2025
Homeকুড়িগ্রামরাজারহাট আ.লীগের সভাপতি আবু নূর গ্রেপ্তার

রাজারহাট আ.লীগের সভাপতি আবু নূর গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাজারহাট উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরের নিজ বাড়ির কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজারহাট থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, ২০১৩ সালে রাজারহাট উপজেলা শহরে হান্নান আলী নামে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর-লুটপাটের ঘটনায় হওয়া মামলায় আবু নূরকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজারহাট থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী হান্নান। আবু নূর ওই মামলার এক নম্বর আসামি।

এ ব্যাপারে জানতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজাকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। ডিউটি অফিসার সফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে গ্রেপ্তার আবু নূরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর