Saturday, March 15, 2025
Homeগাইবান্ধাজুমার নামাজ পড়াতে পারলেন না ইমাম

জুমার নামাজ পড়াতে পারলেন না ইমাম

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাফেজ জাহিদ হাসান (৩২) নামে মসজিদের এক ইমাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি নামাজ পড়াতে মোটরসাইকেলযোগে রওনা দিয়েছিলেন বলে জানা গেছে।

শুক্রবার সকালের দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হাফেজ জাহিদ হাসান আজ সকালে তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে রওনা হন। পথিমধ্যে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খাম্বায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর জাহিদ হাসান নামের এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর