Saturday, March 15, 2025
Homeখেলাধুলাটিকিট না পেয়ে সমর্থকদের ক্ষোভ

টিকিট না পেয়ে সমর্থকদের ক্ষোভ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর আগামীকাল মাঠে গড়াবে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগেও টিকিটের দেখা মিলছে না। আজ রবিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে ভিড় করতে দেখা গেছে সমর্থকদের। পরে টিকিট না পেয়ে ভক্তরা বিসিবির গেইটে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা বিসিবির এক নম্বর গেইটের সামনে টিকেট না পেয়ে গেইট ভাঙার চেষ্টা করেন। এ সময় তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে ওই এলাকা থেকে সরিয়ে দেয়।

যদিও বিসিবির পক্ষ থেকে এর আগে এবারের বিপিএলের টিকিট অনলাইনে ছাড়ার কথা বলা হয়েছিল। অবশেষে বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় ‍সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে।

আজ বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকরা। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর