Saturday, March 15, 2025
Homeক্যাম্পাসগোলাম রহমান কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

গোলাম রহমান কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় গোলাম রহমান কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর, সকালে কলেজ প্রাঙ্গনে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গোলাম রহমান কলেজের প্রভাষক, আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও অধ্যক্ষ,শ্যামলী বেগমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাম রহমান বাবু,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, সুজা মিয়া,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আবুল হোসেন, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান, বজলুর রশিদ মুকুল প্রমূখ। নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে না পারলে বর্তমান সময়ের সাথে যোগ্য সম্মান নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়বে। বর্তমান বিশ্ব এখন কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। আমাদের কেউ সেদিকে গুরুত্ব দিতে হবে । পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি উভয়পক্ষের তরফ থেকে কমিয়ে নিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের অভিভাবকদের এক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।উক্ত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ ও আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর