Sunday, March 16, 2025
Homeরংপুরপীরগাছায় সড়ক দুর্ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্ধুর মৃত্যু

পীরগাছায় সড়ক দুর্ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্ধুর মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পীরগাছা (রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনার চারদিন পর শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মারা যান নাজমুল ইসলাম (৪২)। অপর বন্ধু আশরাফুল ইসলাম মারা যান রোববার (২৭ অক্টোবর) সকালে। তারা দুইজনেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাজমুল ইসলাম উপজেলার অন্নদানগর ইউনিয়নের নবু পাঠানপাড়া গ্রামের আবু সুফিয়ানের বড় ছেলে। অপর বন্ধু আশরাফুল ইসলাম একই ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামের এমদাদুল হক মাস্টারের ছেলে। তারা দুইজনেই এক সঙ্গে ব্যবসা করতেন। তাদের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) নাজমুল ও আশরাফুল ব্যবসার উদ্দেশ্যে রংপুরের পীরগঞ্জ (শঠিবাড়ী) এলাকায় গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে মডার্ণ মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায় মোটরসাইকেল আরোহীর আশরাফুল ইসলামের। এসময় পিছনে থাকা নাজমুল তার বুকে মারাত্মকভাবে আঘাত পান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর গতকাল( ২৬ অক্টোবর) শনিবার বিকেলে মারা যান নাজমুল, আশরাফুল মারা যান (২৭অক্টোবর) রোববার সকালে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন দুই বন্ধু। শনিবার রাত ১১টায় তার নিজগ্রামে নাজমুলকে দাফন করা হয়। আশরাফুল ইসলাম কে দাফন করা হয় রোববার বাদ যোহর তার গ্রামে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য রেজাউল করিম ও ইমান আলী।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর