ডেস্ক:
ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার আয়োজনে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “বিগত জালিম সরকারের অধীনে যারা সিন্ডিকেট তৈরি করেছিল, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনুন। মানুষকে স্বস্তি দিন এবং সিন্ডিকেট ভেঙে তছনছ করে দিন।”
তিনি বলেন, “নতুন বাংলাদেশ তৈরিতে আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি বা আধিপত্যবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “যদি আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারি, তবে দেশের তরুণ প্রজন্ম বেকার থাকবে না। সবাইকে কর্মমুখী করে তোলা হবে। আওয়ামী লীগ বলেছিল, তারা না থাকলে দেশে ৫ লাখ হত্যাকাণ্ড ঘটবে; কিন্তু কিছুই হয়নি। তারা মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় রয়েছে। নারীদের জন্য ইসলামী শরীয়া অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।”
তিনি উল্লেখ করেন, “ঝিনাইদহে জামায়াত ও শিবিরের নেতাদের হত্যা করা হয়েছে, তার বিচার হবে। আমি এর আগেও ঝিনাইদহে এসেছিলাম শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে, তখন আমাকে এক মিনিটও সময় দেওয়া হয়নি। অত্যাচার ও নির্যাতনের বিষয়টি ভাষায় বর্ণনা করা যায় না।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে আমাদের ৭ জন জাতীয় পর্যায়ের জামায়াত নেতাকে হত্যা করেছে। ধৈর্য ধারণ করুন। এই বিজয় যেন চিরস্থায়ী হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ সরকার মিথ্যা ও গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।”
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামের আমির আলী আজম মো. আবু বকর। সাধারণ সম্পাদক মো. আবদুল হাই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মোবারক হুসাইন এবং জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম।