Saturday, March 15, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিনীলফামারীতে আ’লীগ ব্যবসায়ীর গুদাম থেকে ২১ টন সরকারী চাল উদ্ধার

নীলফামারীতে আ’লীগ ব্যবসায়ীর গুদাম থেকে ২১ টন সরকারী চাল উদ্ধার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ২১দশমিক ৭ মেট্রিকটন সরকারি চাল জব্দ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় এসব চাল জব্দ করা হয়।

এঘটনায় তিন সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে ইউএনও।

জানা গেছে, মজনুর রহমান নামে এক ব্যবসায়ীর গুদামে বিপুল পরিমাণে সরকারি চালের সন্ধান পায় উপজেলা প্রশাসন। উপজেলার বাবুরহাটে ওই ব্যবসায়ীর গুদাম থেকে প্রায় ২১ দশমিক ৭ মেট্রিক টন চাল, ১টি বস্তা সেলাই মেশিন ও ১টি ওজন পরিমাপকসহ শতাধিক খালি চালের বস্তা জব্দ করা হয়। খাদ্য অধিদপ্তরের মনোগ্রাম সম্বলিত বস্তাগুলো খুলে সেখানে থাকা নামি দামি সব কোম্পানির মোড়কে প্লাস্টিকের বস্তায় ভরিয়ে বাজারজাতের প্রক্রিয়াকরণ করা হচ্ছে। পরবর্তীতে জব্দকৃত এসব চাল যাদব চন্দ্র নামে এক স্থানীয় ব্যক্তির জিম্মায় রাখা হয়।

চাল মজুদকারোক মোঃ মজনুর রহমান (৪০) বলেন, আমি পূজা উদযাপন কমিটির মাধ্যমে ৩৭ মেট্রিক টন চাল ক্রয় করি। পর্যায়ক্রমে বিক্রি করার পর ২১ দশমিক ৭ মেট্রিক টন চাল আমার গুদামে মজুদ রয়েছে। চটের বস্তার চালের প্রতি ক্রেতাদের আগ্রহ কম। সেজন্য প্লাস্টিকের বস্তায় ভরে চালের বাজারজাতের কথা স্বীকার করেন তিনি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রুহুল মোছাদ্দেক বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ঘটনার সত্যতা মিললে ইউএনও স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাসেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাল মজুদের বিষয়টি জানতে পারি। পরে ফোর্স পাঠিয়ে ২১ দশমিক ৭ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর