Sunday, March 16, 2025
Homeজাতীয়রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগের দাবি

রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগের দাবি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

উত্তরবঙ্গের রংপুর বিভাগ থেকে একজন উপদেষ্টা নিয়োগ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে রংপুর বিভাগের সাধারণ ছাত্র-জনতা। অতিদ্রুত দাবিগুলো মেনে না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দেন তারা।

শনিবার (১২ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের ঘোষিত পাঁচ দফা দাবি হলো— ১. তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ২. জাতীয় বাজেটে ন্যায্য বরাদ্দ। ৩. বিশেষ আর্থিক বরাদ্দসহ গ্যাস সংযোগ প্রদান। ৪. বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পায়ন। ৫. একজন উপদেষ্টা নিয়োগ।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বর্তমান সরকারের দায়িত্ব হিসেবে বিভিন্ন বিভাগ ও জেলা থেকে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু অবহেলিত রংপুর বিভাগ থেকে কোনও উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। এখন অনেকে বলতে পারেন, আমরা স্বার্থ খুঁজছি। আমি বলতে চাই, আমরা যদি স্বার্থের দিকে তাকাতাম— তাহলে কোন বিভাগ থেকে কতজন উপদেষ্টা হয়েছেন, সেটার লিস্ট দেখাতে আসতাম। আমরা স্পষ্ট করে বলতে চাই, অবহেলিত উত্তরবঙ্গের মাটি ও মানুষের যুগ যুগ ধরে চলে আসা সমস্যার সমাধান করতে হলে উত্তরবঙ্গের মানুষ দরকার।

তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে বেড়ে ওঠা ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া অনেক যোগ্য তরুণ-প্রবীণ রয়েছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযোগ্যভাবে দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে সক্ষম। তাই উপদেষ্টা পরিষদে রংপুর বিভাগ থেকে একজনকে যুক্ত করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের এই কর্মসূচি আরও বৃহত্তর আকার ধারণ করবে এবং আরও বেশি প্রতিবাদী আকার ধারণ করবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর লেকচারার রাজিব মণ্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আবিদ হোসেন রাফি, ঢাবি শিক্ষার্থী গালিব আহমেদ শিশির অ্যাডভোকেট মেহেদী হাসান, রংপুরের বাসিন্দা রফিকুল ইসলাম মোল্লা, প্রমুখ বক্তব্য প্রদান করেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর