Monday, March 17, 2025
Homeকুড়িগ্রামনামাজরত অবস্থায় মসজিদের ভিতরে মুসল্লির মৃত্যু

নামাজরত অবস্থায় মসজিদের ভিতরে মুসল্লির মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ নুরনবী সরকার
নাগেশ্বরী প্রতিনিধি:

নামাজরত অবস্থায় মসজিদের ভিতরে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক মুসল্লি।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মসজিদে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আছর উদ্দিন নামের জনৈক ব্যক্তি।

শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বাড়ির পাশে কচাকাটা বাজার দাখিল মাদরাসা মসজিদে তার মৃত্যু হয়।

আছর উদ্দিন উপজেলার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গুল মোহাম্মদের সন্তান।
এ বিষয়ে জানতে চাইলে অন্য নামাজী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ির পাশে কচাকাটা দাখিল মাদরাসা মসজিদে যান তিনি সাথে আমিও ছিলাম। মসজিদে এক সাথে সুন্নত নামায আদায় করি,নামাজ আদায় করা অবস্থায় হঠাৎ ঢলে পড়েন আছর উদ্দিন, পড়ে অন্য নামাজীসহ দেখতে পাই আছর উদ্দিন আর বেঁচে নেই। মৃত্যুকালে স্ত্রী ও ৬ সন্তান রেখে যান তিনি।

স্থানীয় বিএনপি নেতা ও তার চাচা তো ভাই আনিছুর রহমান তোলা ব্যাপারী জানান, আছর উদ্দিন আমার আত্মীয়। প্রতিদিন আমরা একসঙ্গেই ফজরের নামাজ কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদে পড়ি। আজ তিনি দাখিল মাদরাসা মসজিদে নামাজ পড়তে যায়। ফজরের নামাজ শেষ না হতেই ফোন আসে আছর উদ্দিন মসজিদেই মারা গেছে। বেলা ১১টায় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার পরিবার অত্যন্ত গরিব। তার পরিবারের প্রতি সুহৃদ ব্যক্তিদের সহযোগিতার কামনা করেন তিনি।

ইসলামী চিন্তাবিদ গোলেরহাট ফাজিল (বিএ) মাদরাসার সাবেক অধ্যক্ষ মওলানা মোহাম্মদ হানিফ উদ্দিন জানান, আল্লাহপাক কখন কার মৃত্যু কোথায় লিখে রেখেছেন কেউ তা জানে না। তবে শুক্রবার ফজরের নামাজ পড়ার সময় আছর উদ্দিনের মৃত্যু হয়েছে। আমার মনে হয় তার ভাগ্যটাই ভালো এমন মৃত্যু সবার হয় না। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর