Saturday, March 15, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁও -২ আসনের সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলামকে কারাগারে প্রেরণ

ঠাকুরগাঁও -২ আসনের সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলামকে কারাগারে প্রেরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আনোয়ার হোসেন (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতারেরর পর কারাগারে প্রেরণ করা হয়েছে ঠাকুরগাঁও ২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলামকে। আজ দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে তুলার পরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন তাকে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাংগী, হরিপুর, রাণীশংকৈল) সাতবারের সাবেক এই সংসদ সদস্যকে গেল বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ বাজারের আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তাকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু। এদিকে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় আরো একটি মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। এখানেও ১ নম্বর আসামি করা হয় সাবেক এই সংসদ সদস্যকে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর