আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী প্রতিনিধিঃ
আমরা চাই সকলেই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপুজায় সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সজাগ থাকবেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভায় সনাতনী ধর্মালম্বীদের এমন প্রতিশ্রুতি দেন নীলফামারীর ডোমারের বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে ডোমার পৌরসভা কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডোমার পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় প্রকৌশলী হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডোমার পৌরসভা বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু, সেক্রেটারি মোজাফফর আলী, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর নূর কামাল, সেক্রেটারি সোহেল রানা, ডোমার থানার এস.আই কাজল কুমার রায়, ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কানজিলাল, সাধারন সম্পাদক প্রদিপ শর্মা। সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এনটিভির রিপোর্টার ইয়াসীন মোহাম্মদ সিথুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিখিল সাহা, দুলু রায়, সত্যেন রায়, রঞ্জিত মানী, শেখর সাহা, ছাত্র প্রতিনিধি শরিফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের এই উপজেলা সম্প্রীতির এলাকা। আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডোমারের প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মগণ সার্বক্ষণিক হিন্দু ভাইদের পাশে আছে। এ দিকে পূজায় নিরাপত্তা সহ সড়কে জানজট এড়াতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।