Saturday, March 15, 2025
Homeকুড়িগ্রামআন্দোলনে নিহত রাজমিস্ত্রি নুরের নবাগত সন্তানের খোঁজ নিলেন ইউএনও

আন্দোলনে নিহত রাজমিস্ত্রি নুরের নবাগত সন্তানের খোঁজ নিলেন ইউএনও

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

কুড়িগ্রাম: ছাত্র-জনতার আন্দোলনে নিহত কুড়িগ্রামের রাজমিস্ত্রি নুর আলমের সদ্য ভূমিষ্ঠ সন্তানের খোঁজ নিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. সাদিয়া পারভীন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাঁচিচর গ্রামে নুর আলমের শ্বশুর বাড়িতে উপহার নিয়ে যান ইউএনও।

এসময় নুর আলমের স্ত্রী মোছা. খাদিজা বেগমের হাতে সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তান আব্দুল খালেকের জন্য নতুন পোশাক, বিভিন্ন উপকরণ ও ফল তুলে দেন। পরে নুর আলমের নবাগত সন্তানের স্বাস্থ্য চিকিৎসা ও পারিবারিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হকসহ স্থানীয়রা।

গত ২০ জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে একটি গুলি তার চোখে লাগে। পরে সেখানেই নিহত হন নুর আলম। পরদিন (২১ জুলাই) গ্রামের বাড়ি কুড়িগ্রামে তাকে দাফন করা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর