লালমনিরহাট প্রতিনিধি: জেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণি পেশা ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার।
১৮ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র উপদেষ্টা সাংবাদিক, ধর্মীয় নেতা বিশিষ্ট নাগরিকদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নানা পেশার মানুষ তাদের বিষয়ের সম্ভবনা ও সমস্যার বক্তব্য তুলে ধরেন। তুলে ধরা বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল মাদক নির্মূল,আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যমান সমস্যা।
মতবিনিময় বিভিন্ন প্রশ্নের জবাব জেলা প্রশাসক বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তা দ্রুত সমাধান হবে। জেলার উন্নয়নের কার্যক্রম কীভাবে এগিয়ে নেয়া যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। সভার মধ্যে যে আলোচনা হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয় প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মোমিন, সহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।