শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘পৃথিবীর কোনও স্বৈরশাসক জনগণের সামনে এত মিথ্যা কথা বলেন না। আগে যারা বাদাম-সিগারেট বিক্রি করতো, এখন তারা দুইতলা তিনতলা বাড়ির মালিক। বাংলাদেশ কত ভাবে লুট হয়েছে হিসাব দেওয়া যাবে না। উনি হাসতে হাসতে বলেন, আমার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টারে চড়ে। ওনার সেদিনই পদত্যাগ করা উচিত ছিল। যে পিয়ন চালাতে পারে না, সে দেশ চালাবে কীভাবে।’
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাটের পাঁচ উপজেলায় বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে অনেক নির্বাচন হয়েছে। কোনও নির্বাচনই নির্বাচন হয়নি। আমাকে অনেকে বলেছেন, নির্বাচনে না গেলে বুঝবেন কী করে নিরপেক্ষ হয়েছে কি হয়নি। আমি বলেছি হাসিনার দলের লোকেরাই হাসিনাকে বিশ্বাস করে না। আমি করবো কী করে?’