Saturday, March 15, 2025
Homeরংপুররংপুরে কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত সবজি বিক্রেতার মরদেহ

রংপুরে কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত সবজি বিক্রেতার মরদেহ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন। নিহতের ৪৪ দিন পর আদালতের নির্দেশে মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেতে তুলা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মিস্ত্রীপাড়া কবরস্থানে শায়িত সাজ্জাদের মরদেহ উত্তোলন করে যৌথ বাহিনীর সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এটিএম আরিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা খালেক উদ্দীন, সেনা ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

পরে সাজ্জাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী অফিসার খালেক উদ্দীন।

উল্লেখ্য, দীর্ঘ একমাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে সাজ্জাদ হত্যা মামলাটি করেন নিহত সাজ্জাদের স্ত্রী জিতু বেগম।

-সাকিব/রংপুর

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর