রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো’র সহকারী বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুনের পিতা আব্দুল মতিন মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসের সমস্যায় অসুস্থাবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ আসর সদর উপজেলার পালিচড়া বানিয়া পাড়া ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রিপোর্টার্স ক্লাব রংপুর, রংপুর জেলা বিএনপি,সদর উপজেলা প্রেসক্লাব,অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ সারাক্ষণ ‘ ” রংপুর নিউজ” ,দৈনিক বায়ান্নর আলোর সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা।
-হাসান আল সাকিব/রংপুর