Tuesday, March 18, 2025
Homeঠাকুরগাঁওজলাবদ্ধ জমির মাচায় ঝুলছে লাউ

জলাবদ্ধ জমির মাচায় ঝুলছে লাউ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সাধারণত উচু ও কৃষি জমিতে যখন সবজী চাষে হিমসিম খেতে হয় ঠিক তার বিপরীতে জলাবদ্ধ জমিতে মালচিং পদ্ধতিতে লাউ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন রুবেল ইসলাম। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামে টাঙ্গন নদীর গা ঘেষে দুই মাস পূর্বে ভাসমান জলাবদ্ধ অবস্থায় লাউ চাষ শুরু করেন রুবেল ইসলাম। রুবেল জানায়, আমি ইউটিউব দেখে এ পদ্ধতিতে সবজী চাষে অনেক ইচ্ছা জাগে। গত দুই মাস পূর্বে ২ শত লাউ গাছের চারা লাগানো ও মাচা তৈরীতে ৩০ হাজার টাকা খরচ করি। চলতি মাসের শুরু থেকে গাছে লাউ আসতে শুরু করেছে। কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই শুধু জৈব সার ব্যবহার করে এ লাউ উৎপাদন করছেন তিনি। রুবেলের এ লাউ খেতে কাজ করে কয়েকজনের সংসারে ফিরেছে সচ্ছলতা। তার এ উদ্যোগ দেখে আগ্রহ প্রকাশও করেছেন স্থানীয় কৃষকরা। রাজাগাঁও স্থানের বাসিন্দা রমজান আলী ও নজরুল ইসলাম জানান, নদীর পানির ওপরে বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ দেখে খুব ভালো লাগলো। ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর বলেন, ভাসমান এ পদ্ধতিতে সবজি চাষ কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের পক্ষ থেকে সব রকমের পরামর্শ দেওয়া হচ্ছে।

-আনোয়ার/ঠাকুরগাঁও 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর