বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ১ দিনের মূল বেতনের টাকা জমা দেওয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) চা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের মূল বেতন বাবদ ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা তহবিলে জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমীন।
তিনি বলেন, সম্প্রতি দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে বন্যাকবলিত জনসাধারণের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে চা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতন জমা দেওয়া হয়েছে।
Facebook Comments Box