Wednesday, March 19, 2025
Homeকুড়িগ্রামফুলবাড়ীতে আ.লীগের ৮৬ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা

ফুলবাড়ীতে আ.লীগের ৮৬ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের ৮৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের নামে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাতে ফুলবাড়ী থানায় এ মামলা দুটি দায়ের করেন ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন।

মামলার আসামিরা হলেন ফুলবাড়ী উপজেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আ.লীগের বর্তমান সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খন্দকার মিঠু, দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি তৌকির হাসান তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা খন্দকার পারুলসহ ৮৬ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ে গত ৪ আগস্ট বাদীর লোকজনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় আসামিদের হামলায় বাদী পক্ষের কমপক্ষে দশজন গুরুতর আহত হন এবং বাদীর লোকজনের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, একটিতে ৮৫ জন এবং একটিতে ৮৬ জনের নাম উল্লেখ করে এবং প্রত্যেক মামলায় ১০০-১৫০ জন অজ্ঞাত আসামী করে মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর