গতকাল গভীর রাতে ত্রিপুরারার বাঁধ খুলে দেওয়ায় পুরো নোয়াখালী, ফেনী,কুমিল্লা পানিতে প্লাবিত হওয়ায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পানি নিয়ে রাজনীতি,চলবে না চলবে না শ্লোগানে উত্তাল তরঙ্গে পরিনত করেছে।
বুধবার (২১ শে আগষ্ট) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেট থেকে শ্লোগান দেওয়ার মাধ্যমে একটি বিশাল ভারতবিরোধী মিছিল বের হয় এবং মিছিলটি খামারমোড় থেকে ঘুরে এসে ২ নং গেটে এসে শেষ করে।মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন রকম শ্লোগান প্রদান করে। এ সময় তারা পেতে চাও মুক্তি ছাড়ো ভারত ভক্তি ইত্যাদি শ্লোগান দেয়।
এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এই ভারত তাদের স্বার্থের কারনে আমাদের ওপর পানি দিয়ে দাবিয়ে রাখতে চায়।আমরা আর এটা সয্য করবো না, আমরা এখান থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।
Facebook Comments Box