Saturday, March 15, 2025
Homeলালমনিরহাটবেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

ঘটনার পর থেকে সতর্ক অবস্থানে বিজিবি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্ত এলাকা হাড়িপাড়া। সেখানে বিজিবিকে কিছু না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি ও গ্রামবাসীর বাধায় বেড়া নির্মাণ বন্ধ রয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি।

এ ঘটনার পর দহগ্রাম ইউনিয়নের সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিজিবিও রয়েছে সতর্ক অবস্থানে। এতে ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বিজিবি সূত্র জানায়, ভারতের কোচবিহার জেলার ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের বিএসএফের সদস্যরা মঙ্গলবার (২০ আগস্ট) রাতভর বিপুল পরিমাণ কাঁটাতারের বেড়া ও নির্মাণসামগ্রী এনে রাখেন। বুধবার সকালে সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮ নম্বরের উপপিলার ২৩ থেকে ২৮ নম্বরের শূন্যরেখা সীমান্তে বেড়া নির্মাণ করতে থাকে। অথচ আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই। এ ঘটনায় বিএসএফকে বাধা দেয় বিজিবি। তারপরও বাধা উপেক্ষা করে নির্মাণকাজ চালাতে থাকে বিএসএফ।

এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে অবস্থান নেয়। পরে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। পরবর্তী সময়ে অতিরিক্ত বিএসএফ সদস্য সীমান্তে অবস্থান নেন। এরপর থেকে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।

দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া এলাকার বাসিন্দা আমিনুর রহমান বলেন, ‘দহগ্রাম ইউনিয়নের চারদিকে ভারতীয় সীমান্ত। সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল। আমরা বিষয়টি বিজিবিকে জানিয়েছিলাম। বিজিবি ঘটনাস্থলে এসে অবস্থান নেয় ও স্থানীয়দের নির্ভয়ে থাকতে বলে।’

বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এ ঘটনায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে।

এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ইউনিয়নের গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন। আমরা বিজিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর