Saturday, March 15, 2025
Homeখেলাধুলা২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট মূল্য প্রকাশ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট মূল্য প্রকাশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ডেস্কঃ চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের বাস্তবতায় সেই আয়োজনের দায়িত্ব পড়ে সংযুক্ত আরব আমিরাতের ওপর। আগামী ৩ থেকে ২০ অক্টোবর শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টটির টিকিটের মূল্য প্রকাশ করেছে আইসিসি।

যেখানে এই টুর্নামেন্টের টিকিটের মূল্য শুরু হবে ৫ দিরহাম থেকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬২ টাকার মতো। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না। প্রথমবারের মত দেশটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আরব আমিরাতে হলেও বাংলাদেশই থাকবে আনুষ্ঠানিক আয়োজক। খেলা হবে দুবাই ও শারজার দুটি ভেন্যুতে।

বিজ্ঞাপন

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস দেশটির ভেন্যুকে প্রশংসা করে বলেন, “আরব আমিরাত বৈচিত্র্য একটি ভালো জিনিস কারণ এটি এমন একটি জায়গা যেখানে সমগ্র বিশ্বের প্রতিনিধিত্ব করা হয়। এর মানে এটি ১০ টি দলের জন্য একটি ঘরোয়া বিশ্বকাপ হিসাবে কাজ করবে। এবং আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে মাত্র পাঁচ দিরহাম থেকে টিকিট পাওয়া যাবে এবং ১৮ বছরের কম বয়সীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।”

বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নিয়ে কম সময়ের মধ্যে আরব আমিরাতে আয়োজনের জন্য ইসিবিকে ধন্যবাদ জানিয়েছেন অ্যালার্ডিস। তিনি বলেন,”আমি ইসিবি এবং দুবাই স্পোর্টস কাউন্সিলে আমাদের বন্ধুদের পাশাপাশি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের দলগুলিকে তাদের অসাধারণ প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই,”

ইসিবি বোর্ডের সদস্য জায়েদ আব্বাস বলেছেন, বিশ্বকাপ আয়েজনে তারা আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। “আমিরাত ক্রিকেট বোর্ড সংযুক্ত আরব আমিরাতে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পেরে আনন্দিত। এমিরেটস ক্রিকেট বোর্ডের সমৃদ্ধ অভিজ্ঞতা এবং শীর্ষ স্থানিয় ক্রিকেট আয়োজনের অভিজ্ঞতা আছে। এবং আমরা আবারও আরেকটি বিশ্ব-মানের টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত।”

১০ টি দল নিয়ে আগামী ৩ থেকে ২০ অক্টোবর মোট ১৮ দিন অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর