গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি, (দিনাজপুর): মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত উপলক্ষে এক দিন বন্ধের পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারের কার্যক্রম।
রবিবার (১৬ ফেব্রুযারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, শনিবার মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ফলে শনিবার সরকারি ছুটি ছিলো। এক দিন বন্ধের পরে আজ রবিবার সকাল থেকে হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
এদিকো হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সপ্তাহের ৭দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাংলাদেশ ও ভারতে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তাই পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।