Wednesday, April 2, 2025
Homeদিনাজপুরহিলিতে উদ্দীপ্ত তরুণ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার, খুশি সুবিধাবঞ্চিত শিশুরা

হিলিতে উদ্দীপ্ত তরুণ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার, খুশি সুবিধাবঞ্চিত শিশুরা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
ঈদ মানেই আনন্দ। আর ঈদের আনন্দ ভাগাভাগি করতে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত ছিন্নমুল পথ শিশুদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করলেন উদ্দীপ্ত তরুণ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ৯ ওয়ার্ড এর পালিবটতলী গুচ্ছ গ্রাম এলাকায় এতিম অসহায় পথ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দেন সংগঠনটির সদস্যরা। সংগঠনটি দীর্ঘ সময় ধরে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন।
সরজমিনে গিয়ে দেখা যায় উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ মোটর সাইকেল নিয়ে গুচ্ছ গ্রাম এলাকায় কাপড়ের ব্যাগ নিয়ে পৌঁছালে সাথে সাথে বিভিন্ন বয়সের শিশু ও তাদের মা এরা সেখানে উপস্থিত হয়। সবার চোখে মুখে আনন্দের চাপ দেখা যায়।

ঈদে নতুন পোশাক পেয়ে ২ বছরের শিশু মারিয়ার মা বলেন, আমার মেয়ে মারিয়ার জন্য গেঞ্জি সেট পেয়েছে আমি খুব খুশি। ঈদের দিন আমার মেয়েটা নতুন জামা পড়ে খুব আনন্দ করবে।
আর একজন মা আছিয়া বেগম বলেন, আমরা গরীব মানুষ গুচ্ছ গ্রামে থাকি কোন রকমে দিন আনি দিন খাই। ঈদ চলে আসছে কিন্তু ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দিতে পারি নাই। তাই উদ্দীপ্ত তরুণ এর পক্ষ থেকে আমার দুই বাচ্চার নতুন কাপড় পেয়ে আমি খুব খুশি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মিল্লাত আহমেদ, মুখপাত্র রাতুল হাসনাত সহ সংগঠনের সদস্য মেহেদী, নাফিস, ফাহিম, সেতু, আলমগীর সহ সকল সদস্য।

উদ্দীপ্ত তরুণ সংগঠনের সাবেক সভাপতি মিল্লাত আহমেদ ও মুখপাত্র মোঃ রাতুল হাসনাত বলেন, আমরা আমাদের টিফিনের টাকা, বাবা মার দেওয়া খরচের টাকা বাচিয়ে আমরা এসব কাজ করে থাকি এবং এসব সেবা মূলক কাজে অনেকেই অর্থ যোগান দেয়। আমরা গুচ্ছ গ্রামে এসেছি এখানে মূলত এতিম, অসহায় বাচ্চারা বসবাস করে। তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই আয়োজন।

উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি নাইম হোসেন বলেন, আমরা দীর্ঘ দিন থেকে ছিন্নমূল, অসহায় ও পথ শিশুদের পাশে কখনো এক বেলার খাবার, কখনো ইফতার নিয়ে পাশে দাড়ানোর চেষ্টা করি আজ উদ্দীপ্ত তরুণের পক্ষ থেকে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত ছিন্নমুল ও পথশিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে তাদের মাঝে আমরা ঈদের নতুন পোশাক বিতরন করলাম। এবারই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ৫৫ জন সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করলাম। আমরা দেখছি যে, তারা নতুন পোশাক পেয়ে অনেক আনন্দিত তাদের সেই খুশিটা আমাদের মনের মাঝেও বিরাজ করছে। আমরা আশা করছি আগামীতে আরো বৃহৎ আকারে এই ধরনের কার্যক্রম পরিচালনা করবো।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর