Saturday, March 15, 2025
Homeদিনাজপুরহাকিমপুরে আন্তর্জাতিক নারী দিবস শীর্ষক আলোচনা সভা

হাকিমপুরে আন্তর্জাতিক নারী দিবস শীর্ষক আলোচনা সভা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালায়ের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিরঞ্জন চন্দ্রের সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। আলোচনা সভায় বক্তারা সম্প্রতি বরগুনায় শিশু ধর্ষণ, মাগুরায় নারী নির্যাতনের শিকার বিষয়ে আলোচনা করেন। সেইসাথে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বর্তমান সরকারের কাছে। যাতে করে ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধ করার সাহস না পায়।

এছাড়াও বক্তারা আগামী দিনে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়নে পুষ্টিকর খাবার গ্রহণ ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর