Sunday, April 6, 2025
Homeরাজনীতিহলে-মেসে থাকা উপদেষ্টারা এখন ৫০ হাজার টাকার জুতা পরেন: বুলু

হলে-মেসে থাকা উপদেষ্টারা এখন ৫০ হাজার টাকার জুতা পরেন: বুলু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ
হলে-মেসে থাকা উপদেষ্টারা এখন ৫০ হাজার টাকার জুতা পরেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ২৪-এর গণঅভ্যুত্থানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাত শহীদ পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহারসামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

কয়েকদিন আগে এক নেতা একশর অধিক গাড়ি নিয়ে গেছেন জানিয়ে বরকতউল্লা বুলু বলেন, কয়েকজন উপদেষ্টা আছেন যারা ছাত্ররাজনীতি করতেন। হলে থাকতেন, মেসে থাকতেন, টিউশনি করতেন তারা এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন। আগে-পিছে আরও ৩০-৪০ কোটি টাকার গাড়ি থাকে। কয়েকদিন আগে এক নেতা গিয়েছেন তার বাড়িতে। একশর অধিক গাড়ি নিয়ে গেছেন। এভাবে রাজনীতি করছেন তারা।

তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাঁচ কোটি টাকা খরচ করে ইফতার পার্টি করেছেন মন্তব্য করে বরকতউল্লা বুলু বলেন, ১৫-২০ কোটি টাকা খরচ করে দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান করেছেন। আগে তারা পরতেন ৫০০ টাকার দামের পাঞ্জাবি এখন পরেন ৩০ হাজার টাকা দামের পাঞ্জাবি। জুতা পরেন ৫০ হাজার টাকার। হাতের ঘড়ি ৪০ হাজার টাকা।

তিনি আরও বলেন, তারা প্রশাসনের ওপর ফোর্স করেন অমুককে বদলি করতে হবে, অমুকখানে অমুককে দিতে হবে। সচিবরা বলেন তারা তাদের ওপর ফোর্স করেন। প্রকৌশলীদের চাপ দেওয়া হয়, অমুককে এই জায়গায় দিতে হবে, অমুককে ওই কাজ দিতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, নৈরাজ্য মব জাস্টিসের নামে মানুষের বাড়িঘরে হামলা হচ্ছে। এর থেকে মুক্তি পেতে নির্বাচন ছাড়া উপায় নাই। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত যারা করতে চান, তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সপক্ষে নয়।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশের ৭১ কে অস্বীকার করেন, যারা ৪৭-এর পূর্বে ফিরে যেতে চান, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করতে চান, যারা এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে যারা কথা বলেন, তারা এই দেশের জনগণের সপক্ষে রাজনীতি করেন বলে আমরা মনে করি না। যারা ৭১ কে অস্বীকার করেন, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার কোনও অধিকার নেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত প্রমুখ।

বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর