Saturday, March 15, 2025
Homeদিনাজপুরস্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে তরুণের কারাদণ্ড

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে তরুণের কারাদণ্ড

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

খানসামা প্রতিনিধিঃ স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার দায়ে দিনাজপুর জেলার খানসামায় এক তরুণকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ দণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্ত মোঃ শাকিল ইসলাম (২২) উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে দুহশুহ থেকে চেহেলগাজী স্কুলে যাওয়ার পথে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন শাকিল। ওই ছাত্রী চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শাকিলকে আটকে করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ, সেনাবাহিনী ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থানে গিয়ে ওই তরুণকে গ্রেফতার করে। ওই তরুণ স্বীকারোক্তির পর ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, স্কুলগামী একজন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ওই তরুণকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে সামাজিক অপরাধ প্রতিরোধ সকলের সচেতনতা ও সহযোগিতা চায় ম্যাজিস্ট্রেট।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর