Tuesday, April 1, 2025
Homeকুড়িগ্রামসৌদি আরবের সঙ্গে মিল রেখে ফুলবাড়ীতে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফুলবাড়ীতে ঈদ উদযাপন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
পবিত্র শাওয়াল মাসে সৌদি আরবে চাঁদ দেখা দেওয়ায় আজ রোববার (৩০ মার্চ) সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতর উদযাপন করছেন। রবিবার সকাল ৮ টা ৩০ মিনিট ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন উপজেলার কিষামত প্রাণকৃষ্ণ এলাকার ইমাম মো: এরশাদুল হক। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেছেন ইমাম।

ঈদের নামাজ শেষে ইমাম মো : এরশাদুল হক ও মসজিদের সভাপতি মজিবর রহমান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় বছরওরঅত্যান্ত সুন্দর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা আগে সৌদির সঙ্গে মিল রেখে ফুলবাড়ী থেকে ভুরুঙ্গামারীতে গিয়ে ঈদের নামাজ আদায় করেছি। গত চার- পাঁচ বছর থেকে সৌদি আরব সঙ্গে মিল রেখে জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদ উদযাপন করে আসছি। তারা আরও জানান, সৌদির মিল রেখে গত কয়েক বছর ধরে এখানে শতাধিক মুসুল্লি উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে ঈদের নামাজ আদায় করেন। আল্লাহর রহমতে এবছর প্রায় দুই শতাধিক মুসুল্লি ঈদের নামাজ আদায় করেছেন। ইনশাল্লাহ সামনের বছরগুলোতে আরো ব্যাপক মুসল্লির সমাগম হবে বলে আমাদের বিশ্বাস।

চন্দ্রখানা এলাকা আসা মুসুল্লি আমিনুল ইসলাম ও নাওডাঙ্গা পুলের পাড় এলাকার মোহর আলী জানান, আমরা প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছি। আমরা এখানে প্রায় তিন চার বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছি। আমাদের পরিবারে এখন ঈদের আমেজ চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে উপজেলার জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বরিবার সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বিষয়টি জানার পর সকালে থানা পুলিশের একটি টহল টিম জেলেপাড়ায় পাঠানো হয়েছে এবং সেখানে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর